national feed
গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ০২ পয়সা আয় হয়েছিল।
সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য ছিলো ১১ টাকা ০৭ পয়সা।
কোম্পানিটির এজিএম এবং রেকর্ড তারিখ পরবর্তীতে জানানো হবে।
এমআই