ডাকের সাবেক ডিজি ভদ্রের বিদেশযাত্রায় দুদকের নিষেধাজ্ঞা

ডাকের সাবেক ডিজি ভদ্রের বিদেশযাত্রায় দুদকের নিষেধাজ্ঞা
অসদোপায়ে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর বাধ্যতামূলক ছুটিতে থাকা ডাক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে ডাক অধিদপ্তরের পরিদর্শক রাবেয়া খাতুনের দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর চিঠি পাঠিয়ে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছেন কমিশনের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সালাহউদ্দিন।

এই দুই কর্মকর্তা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) পাঠানো চিঠিতে অনুরোধ জানিয়ে বলা হয়, ‘সংশ্লিষ্টদের বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাৎ, ভারতে পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধানে এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।’

গত ২৩ সেপ্টেম্বর সংসদীয় কমিটি সুধাংশু শেখর ভদ্রকে অপসারণের সুপারিশ করে। এই কর্মকর্তার এক মাসের অর্জিত ছুটি মঞ্জুর করে ১১ নভেম্বর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শ্রম আদালতে যাচ্ছেন ড. ইউনূস
ন্যায়বিচার নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে
বিচারপতির বাসভবনে ১১ জন প্রধান বিচারপতি
প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিল চেয়ে রিটের শুনানি আজ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৈধ
ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই
হাইকোর্টে ৫২ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি
আইন কমিশনের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ মারা গেছেন
অপ্রয়োজনীয় সিজার বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ