ক্যাটাগরি: পুঁজিবাজার

অলিম্পিকের ১ কোটি ১০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা ও প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মরহুম মোবারক আলীর ১ কোটির বেশি শেয়ার তার তিন উত্তরাধিকারের মাঝে হস্তান্তর করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির সাবেক এমডির হাতে ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ৯৩৯টি শেয়ার তার উত্তরাধিকারীদের মধ্যে স্থানান্তর করা হবে। আদালতের দেওয়া উত্তরাধিকার সার্টিফিকেট অনুসারে নির্দিষ্ট পরিমাণে এ শেয়ার গ্রহণ করবেন তার উত্তরাধিকারীরা।

জানা যায়, উত্তরাধিকারীদের মধ্যে তার দুই কন্যা নাসরিন মেহবুব আলী ২৭ লাখ ৫৯ হাজার ৪৮৪টি শেয়ার, শামশা এন. হাশওয়ানি ২৭ লাখ ৫৯ হাজার ৪৮৪টি শেয়ার এবং তার পুত্র মুনির মোবারক আলী ৫৫ লাখ ১৮ হাজার ৯৭১টি শেয়ার পাবেন।

এমআই

শেয়ার করুন:-
FacebookFacebookXXWhatsappWhatsappFacebook MessengerFacebook MessengerTelegramTelegram
AddThis Website Tools
শেয়ার