পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি আফরাম্যাক্স অয়েল ট্যাংকার নামে একটি জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) কোম্পানিটির ১৪১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় সেকেন্ড হ্যান্ড ট্যাংকারটি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আফরাম্যাক্স অয়েল ট্যাংকারের ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার টন। ট্যাংকারটির বয়স ১২ থেকে ১৩ বছর। আর এর মূল্য ৪৫ মিলিয়ন থেকে ৪৭ মিলিয়ন ডলার।
এদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) এমজেএল বাংলাদেশের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৭০ পয়সা আয় হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৮৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৬৫ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৪৬ পয়সা।
এসএম