পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করেছে। আগামী ৭ জানুয়ারি কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকে অনুমোদন সাপেক্ষে বিশেষ রেজোলিউশনের মাধ্যমে কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের বেশকিছু ধারাগুলোর কিছু সংশোধনী অনুমোদনের জন্য ইজিএম করবে।
ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ৭ জানুয়ারি বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।েএ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর।
এসএম