ক্যাটাগরি: আন্তর্জাতিক

তীব্র বায়ুদূষণে দিল্লির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ভারতের রাজধানীতে তীব্র বায়ুদূষণে বিপর্যস্ত জনজীবন। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অতীশী। তবে অনলাইনে প্রাইমারি স্কুলের শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে। খবর বাসস।

আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ১০০১ স্কোর নিয়ে শীর্ষে ছিল নয়াদিল্লি, যা এই মৌসুমে সর্বনিম্ন। এ কারণে খুব কাছে থাকা জিনিসও দেখতে বেগ পেতে হচ্ছে। কর্তৃপক্ষ শিশুদের বাড়ির ভিতরে রাখার পরামর্শ দিয়েছেন।

এদিকে গতকাল রোববার দিনের শেষে মুখ্যমন্ত্রী অতীশী এক বিবৃতিতে বলেছেন, সশরীরে উপস্থিত হয়ে দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সকল শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বায়ুদূষণে সবচেয়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়োজ্যেষ্ঠরা। চোখের জ্বালাপোড়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন নয়াদিল্লির বাসিন্দারা।

যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ডিজেল চালিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাছাড়া সব ধরনের যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠক ডেকেছেন পরিবেশ মন্ত্রী।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার