গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডিএইচএস) দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে অংশীদারিত্ব ঘোষণা করেছে। এই অংশীদারিত্ব ডিজিটাল সেবার মাধ্যমে স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া স্বাস্থ্যসেবা এবং আর্থিক সেবাগুলো একত্রিত করবে, যার মাধ্যমে লাখ লাখ মানুষ তাদের মোবাইল ডিভাইসের মাধ্যমে সরাসরি স্বাস্থ্যসেবা পেতে পারেন।
জিডিএইচএসের ব্যবহারকারীরা ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্মে বিকাশের নির্ভরযোগ্য পেমেন্ট সিস্টেমের মাধ্যমে দ্রুত এবং সহজ লেনদেনের অভিজ্ঞতা পাবে। এ ছাড়া এই উদ্যোগের ফলে রোগীরা সহজেই চিকিৎসা পরামর্শ, টেস্ট এবং স্বাস্থ্যপণ্য ক্রয়ের পেমেন্ট বিকাশেই দিতে পারবেন।
বিকাশের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ক এবং জিডিএইচএসের স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের সমন্বয়ে দেশের প্রত্যন্ত এবং সুবিধাবঞ্চিত এলাকাগুলোয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এটি দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এবং জনগণের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আহমদ আরমান সিদ্দিকী। এ ছাড়া উপস্থিত ছিলেন- কাজী ওয়াকার আহমেদ (ফিন্যান্সিয়াল অ্যাডভাইজর, গ্রামীণ টেলিকম ট্রাস্ট), মোহাম্মদ সোলাইমান রাসেল (প্রধান প্রযুক্তি কর্মকর্তা, জিডিএইচএস), হাসিবুল হাসান (প্রধান মার্কেটিং কর্মকর্তা, জিডিএইচএস), তৌফিক আহমেদ (ফাইন্যান্স লিড, জিডিএইচএস) এবং ব্যারিস্টার আহমেদ রাকিব মালিক (লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স লিড, জিডিএইচএস) গ্রামীণ গ্রুপের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বিকাশের পক্ষে উপস্থিত ছিলেন আলী আহমেদ (চিফ কমার্শিয়াল অফিসার), হোসেন মো. শহীদুল হক (ইভিপি ও হেড অব ডিপার্টমেন্ট বিজনেস ফাইন্যান্স), মো. তায়েব হোসাইন চৌধুরী (জেনারেল ম্যানেজার, মার্চেন্ট পেমেন্ট) এবং ফয়সাল শহীদ (ইভিপি ও হেড অব ডিপার্টমেন্ট, মার্চেন্ট পেমেন্টস)।
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস এবং বিকাশ উভয় প্রতিষ্ঠান দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ। এই অংশীদারিত্ব ডিজিটাল স্বাস্থ্যসেবার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের মানুষের জন্য একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলবে।
এমআই