ক্যাটাগরি: পুঁজিবাজার

লোকসানে আট খাতের বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৮ খাতে। এর ফলে এই ৮ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। আলোচ্য সময়ে ১১ খাতে দর বৃদ্ধি পেয়েছে। আর একটি খাতে দর অপরিবর্তিত রয়েছে।

ইবিএল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ১৬ দশমিক ৪০ শতাংশ। ৬ দশমিক ৪০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত। একই সময়ে ৩ দশমিক ৬০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে কাগজ ও প্রকাশনা খাত।

লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- সিরামিক খাতে ৩ দশমিক ৪০ শতাংশ, প্রকৌশল খাতে ৩ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ২ দশমিক ৫০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ২ দশমিক ২০ শতাংশ এবং আর্থিক খাতে ১ দশমিক ৪০ শতাংশ দর কমেছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার