বিদায়ী সপ্তাহে (১০ নভেম্বর-১৪ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৮৪ কোম্পানির মধ্যে ১৪৮টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শামপুর সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৬ দশমিক ৯৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১১৪ টাকা ৫০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২৪ দশমিক ৫৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৬ টাকা ৯০ পয়সা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ১০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৪ টাকা ২০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২১ দশমিক ১৩ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২১ দশমিক ১২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ১৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৮ দশমিক ৯৮ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১৮ দশমিক ৪৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৮ দশমিক ১৫ শতাংশ এবং জিলবাংলা সুগার মিলসের ১৭ দশমিক ৫৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসএম