ক্যাটাগরি: অর্থনীতি

সাড়ে চার মাসেই ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স!

চলতি অর্থবছরের প্রথম সাড়ে চার মাসেই ১০ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স। জুলাই মাস থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১০ দশমিক শূন্য ৩ বিলিয়ন বা ১ হাজার ৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭ দশমিক ৮৮ বিলিয়ন বা ৭৮৮ কোটি ডলার।

একই সময়ের তুলনায় বেড়েছে ২৭ দশমিক ৩২ শতাংশ। রেমিট্যান্সের পাশাপাশি ভালো রপ্তানি আয়ের কারণে ডলার বাজারে কিছুটা স্বস্তি ফিরছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু গত ১৩ নভেম্বর প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। চলতি মাসের ১৩ দিনে এসেছে ১০৯ কোটি ডলার। গত বছরের নভেম্বর মাসের ১৩ দিনে যেখানে ১০০ কোটি ডলার এসেছিল। এ হিসাবে চলতি মাসের এ কয়েক দিনে প্রায় সাড়ে ৯ কোটি ডলার বা ৯ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ব্যাংকিং চ্যানেলে ৯৮৪ কোটি ডলার দেশে এসেছে। চার মাসে বেড়েছে ২৯ দশমিক ৯৩ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১ হাজার ৫৭৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১০ দশমিক ৮০ শতাংশ বেশি। যে কারণে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ডলারের দর ১২০ টাকায় স্থিতিশীল আছে।

আবার দুই দফায় আকুতে ২৮৭ কোটি ডলার এবং আগের সরকারি দেনা ১৫০ কোটি ডলার পরিশোধ হয়েছে। এর পরও রিজার্ভ রয়েছে ১৮ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। গত জুলাই শেষে যা ২০ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ছিল।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার