ক্যাটাগরি: পুঁজিবাজার

গ্রাহক হিসাবে ঘাটতি, সাবভ্যালী সিকিউরিটিজের লেনদেন স্থগিত

সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকায় পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সাবভ্যালী সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল বৃহস্পতিবার থেকে এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে।

বিষয়টির সত্যতা অর্থসংবাদকে নিশ্চিত করেছেন ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান। তিনি বলেন, গ্রাহক হিসাবে ঘাটতি থাকায় সাবভ্যালী সিকিউরিটিজের ট্রেড বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন অনুসারে, যেকোনো সিকিউরিটিজের সমন্বিত গ্রাহক হিসাবে কমপক্ষে ১ লাখ টাকা থাকতে হবে। কিন্তু সাবভ্যালী সিকিউরিটিজের সমন্বিত গ্রাহক হিসাবে বর্তমানে ঘাটতি রয়েছে ৩ কোটি ৭১ লাখ ২৬ হাজার ৪০১ টাকা। ফলে গ্রাহক হিসাবে ঘাটতির কারণে ব্রোকারেজ হাউজটির লেনদেন কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

এছাড়াও কমিশন আইন অনুসারে সামগ্রিক ঋণের অনুপাতেও ঘাটতি রয়েছে প্রতিষ্ঠানটির। যা কমিশনের আইনের পরিপন্থী।

ডিএসইর নির্দেশনা অনুসারে, সিকিউরিটিজ হাউজটির সমন্বিত গ্রাহক হিসাবে কমপক্ষে ১ লাখ টাকা ও সামগ্রিক ঋণের অনুপাত ১:২০ না হওয়া পর্যন্ত লেনদেন স্থগিত থাকবে।

এ বিষয়ে জানতে ডিএসই ওয়েবসাইটে প্রদর্শিত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-ই-এলাহীর দুই নাম্বারে অর্থসংবাদ থেকে যোগাযোগ করা হয়। প্রথম নাম্বারে যোগাযোগ করা ব্যক্তি জানান, এটা ভুল নাম্বার। তিনি মাহবুব-ই-এলাহী নামে কাউকে চিনেন না। সাবভ্যালী সিকিউরিটিজ ও শেয়ারবাজার নিয়ে তার কোন ধারণা নেই। এছাড়া মাহবুব-ই-এলাহীর অপর নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, গ্রাহক হিসাবে ঘাটতি থাকার কারণে ও সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সম্প্রতি প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেডকে ৫ লাখ টাকা এবং এনএলআই সিকিউরিটিজকে ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। অনিয়মের এ ধারা অব্যাহত থাকলে পরবর্তী প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার