২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেয়েছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার(১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকটিকে এ পুরস্কার প্রদান করা হয়েছে। সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে রূপালী ব্যাংক ২য় হয়ে সিলভার পুরস্কার অর্জন করে।
রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) পারসুমা আলম, ডিএমডি হাসান তানভীর ও মো. হারুনুর রশীদের হাতে এই পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদসহ অন্যান্যরা।
এসএম