ক্যাটাগরি: অর্থনীতি

এনআরবিসি ব্যাংকের তমাল-আদনানের ব্যাংক হিসাব জব্দ

বেসরকারি এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকে চেয়ারম্যান পারভেজ তমাল ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আদনান ইমামের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ব্যাংকটির কর্মকর্তা মো. জাফর ইকবাল হাওলাদারের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করেছে। বিএফআইইউ সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পারভেজ তমাল (জাতীয় পরিচয়পত্র নম্বর/পাসপোর্ট নাম্বারঃ শেষের চার সংখ্যা- …৬০০২), আদনান ইমাম (জাতীয় পরিচয়পত্র নম্বর/পাসপোর্ট নাম্বারঃ শেষের চার সংখ্যা- …৪৩০২) এবং ইকবাল হাওলাদার (জাতীয় পরিচয়পত্র নম্বর/পাসপোর্ট নাম্বারঃ শেষের চার সংখ্যা- …৮১৩৫) এসব ব্যক্তিবর্গ এবং তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও একক ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সে সকল হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিতকরণের নিমিত্তে আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো।

জানা গেছে, নিজেদের ক্ষমতা প্রদর্শন আর সিন্ডিকেটদের বসিয়ে অনিয়ম, লুটপাটের নেতৃত্ব দিচ্ছে ব্যাংকটির চেয়ারম্যান পারভেজ তমাল ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আদনান ইমাম। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে অর্থ পাচার, ঋন জালিয়াতি, অবৈধ ঋণ বিতরণসহ নানান অভিযোগ লিখিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে জানিয়েছে ব্যাংকটির প্রতিষ্ঠাতাদের কয়েকজন। একই সঙ্গে শেয়ার কারসাজি, গ্রাহকের কোম্পানি দখল, ব্যাংকিং কার্যক্রমে স্বজনপ্রীতি, চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ, কমিশন বানিজ্য, কর্মকর্তা নিয়োগে অনিয়মেরও অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, শেয়ারবাজারের কারসাজিতেও বেশ সরব তমাল ও আদনান। এসব কাজে পরিবারের সদস্যদেরও ব্যবহার করতেন তারা। এছাড়াও এনআরবিসি ব্যাংকের প্রিন্সিপাল শাখায় পরিচালিত পারভেজ তমালের মায়ের ব্যাংক হিসাব উম্মে বিলকিস (হিসাব নংঃ শেষের চার সংখ্যা….৫৫২৫), পারভেজ তমালের ভাইয়ের ব্যাংক হিসাব সৈয়দ শাব্বির আহমেদ (হিসাব নংঃ হিসাব নংঃ শেষের চার সংখ্যা …৫৭৩৬), সৈয়দ শাব্বিরের স্ত্রীর ব্যাংক হিসাব আসমা রশীদ (হিসাব নংঃ হিসাব নংঃ শেষের চার সংখ্যা …৫৫৩০), পারভেজ তমালের ছোট ভাইয়ের ব্যাংক হিসাব সৈয়দ শোয়েব (হিসাব নংঃ হিসাব নংঃ শেষের চার সংখ্যা …৫৫২৬), আসিফ ইকবালের পিতার ব্যাংক হিসাব আব্দুর রশীদ (হিসাব নংঃ হিসাব নংঃ শেষের চার সংখ্যা …৫৫৬৭), আসিফ ইকবালের মায়ের একাউন্ট মাকসুদা বেগম (হিসাব নংঃ হিসাব নংঃ শেষের চার সংখ্যা …৫৫৬৪), আসিফ ইকবালের স্ত্রীর ব্যাংক হিসাব তাকিয়া নিশি (হিসাব নংঃ হিসাব নংঃ শেষের চার সংখ্যা …৫৫৩৩), আসিফ ইকবালের বোনের ব্যাংক হিসাব নাঈমা সুলতানা (হিসাব নংঃ হিসাব নংঃ শেষের চার সংখ্যা …৫৫৬৬) এবং (হিসাব নংঃ হিসাব নংঃ শেষের চার সংখ্যা …৫৫২২) তমাল ও আদনানের মাধ্যমেই পরিচালিত হয়। উল্লেখিত নামের অজ্ঞাতে খোলা এসব ব্যাংক হিসাবের মাধ্যমে তারা শেয়ার কারসাজি ও অর্থপাচার করেছেন। এসবের সঙ্গে ব্যাংকের কর্মকর্তা জাফর ইকবাল হাওলাদার ও কামরুল হাসানও জড়িত থাকার অভিযোগ উঠেছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার