ক্যাটাগরি: অন্যান্য

সাফ চ্যাম্পিয়ন মেয়েদের সংবর্ধনা দিলো সাউথইস্ট ব্যাংক

টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার সেরা হওয়া নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে সাউথইস্ট ব্যাংক। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে সাবিনা-মারিয়াদের সংবর্ধনা দিয়েছেন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ মোহাম্মদ আওয়াল। সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম. এ. কাশেম অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আজিম উদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম,দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে সাফ জয়ী নারী দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য ৩ লক্ষ টাকা ও কোচিং স্টাফদের জন্য ১ লক্ষ টাকা করে বিশেষ আর্থিক সম্মাননা প্রদান করা হয় এবং প্রত্যেকের ব্যাংক একাউন্ট এর বিপরীতে একটি করে দেশে এবং বিদেশে ব্যবহারযোগ্য ভিসা ডেবিট কার্ড হস্তান্তর করা হয়। যা তাদের এই অসামান্য অর্জনকে আরও উৎসাহিত করতে সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে উপহারস্বরূপ।

উল্লেখ্য, বাংলাদেশে কোনো বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংকই প্রথম সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা এবং আর্থিক সম্মাননা প্রদান করেছে। এই সংবর্ধনা নারী ফুটবলের প্রতি ব্যাংকটির অবিচল সমর্থন এবং দেশের ক্রীড়া উন্নয়নের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতিফলন। সাউথইস্ট ব্যাংক পিএলসি নারী ক্রীড়ার উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

অনুষ্ঠানের শেষে ব্যবস্থাপনা পরিচালক বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের অদম্য মেয়েরা যেভাবে নেপালের বিপুল সমর্থকদের চ্যালেঞ্জকে অতিক্রম করে বিজয় ছিনিয়ে এনেছে, তা জাতিকে গর্বিত করেছে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আমাদের দেশের অদম্য মেয়েরা উন্নত সুযোগ সুবিধা ছাড়াই, অনেক সংগ্রাম এবং পরিশ্রম করে এই পর্যায়ে সাফল্য এনে দিয়েছে। সাউথইস্ট ব্যাংক বরাবরের মতো নারীর ক্ষমতায়ন, অধিকার এবং নারী ক্রীড়ার প্রতি তার অবিচল সমর্থন এবং বাংলাদেশের সার্বিক ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন:-
শেয়ার