ক্যাটাগরি: অর্থনীতি

বিমা পলিসি থেকে ‘বঙ্গবন্ধু’ বাদ

রাষ্ট্রীয় জীবনবিমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনের এক বিমা পলিসির নাম ছিল ‘বঙ্গবন্ধু সর্বজনীন পেনশন বিমা’। মুজিব বর্ষ উপলক্ষে তিন বছর আগে এটি চালু করা হয়। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পলিসিটির নাম বদলে ফেলে জীবন বীমা করপোরেশন। এর নাম রাখা হয় ‘মেয়াদি সুবিধাযুক্ত পেনশন বিমা’।

পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মেয়াদ শেষে যাঁরা মাসিক পেনশন পেতে চান, তাঁদের জন্যই এ পলিসি। এই পলিসির বড় সুবিধা হচ্ছে, কেউ চাইলে মেয়াদ শেষে এককালীন শতভাগ বা ৫০ শতাংশ টাকাও তুলে নিতে পারেন।

জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুহিবুজ্জামান বলেন, পটপরিবর্তনের পর পলিসিটি থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দ বাদ দেওয়া হয়েছে। তবে পলিসিটির আওতায় গ্রাহকদের সুযোগ-সুবিধা আগের মতোই আছে।

জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান ও সাবেক সচিব মো. আসাদুল ইসলামের সময় বঙ্গবন্ধুর নামে পলিসির নাম রাখা এবং বাদ দেওয়া হয়।

এদিকে জীবন বীমা করপোরেশনের মতো সাধারণ বীমা করপোরেশনেও ২০২০ সাল থেকে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বিমা’ নামে একটি বিমা পলিসি ছিল। এর নাম বদলে করা হচ্ছে ‘সর্বজনীন সুরক্ষা বিমা’। নাম পরিবর্তনের জন্য আইডিআরএর কাছে সম্প্রতি অনুমোদন চেয়েছে সাধারণ বীমা করপোরেশন। পটপরিবর্তনের পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই করপোরেশন এ আবেদন করেছে বলে জানা গেছে। করপোরেশনের এমডি মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু সুরক্ষা বিমা’ চালুর বিষয়ে করপোরেশনের প্রস্তাবে সায় দিয়েছিল আইডিআরএ।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার