ক্যাটাগরি: অর্থনীতি

অনলাইনে আয়কর পরিশোধে চার্জ কমালো বাংলাদেশ ব্যাংক

২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিশোধে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমে (ই-রিটার্ন) ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ওয়ালেটে নামমাত্র চার্জ নির্ধারণ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের অনুরোধে বুধবার (১৩ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আয়কর পরিশোধ সহজ করার লক্ষ্যে ই-রিটার্ন সিস্টেম থেকে কার্ড পেমেন্ট, ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস বা পিএসপি ওয়ালেটের মাধ্যমে আয়কর পরিশোধের ক্ষেত্রে ফি বা চার্জ নিম্নরূপে নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পেমেন্ট সিস্টেম অপারেটর বা আন্তর্জাতিক পেমেন্ট স্কিমকে অবহিত করে ইতোমধ্যে সার্কুলার জারি করেছে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে ইস্যুকৃত কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকের নিকট হতে লেনদেন প্রতি সর্বোচ্চ ২০ টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) এবং পঁচিশ হাজার টাকার ঊর্ধ্বে লেনদেন প্রতি সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) আদায় করা যাবে। এমএফএস বা পিএসপি ওয়ালেট ব্যবহার করে লেনদেনে গ্রাহকের নিকট হতে লেনদেন প্রতি এক শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত), যা নিম্নতর, আদায় করা যাবে। এ লেনদেনের বিপরীতে কোন চার্জব্যাক প্রযোজ্য হবে না।

২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (ই-রিটার্ন) করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়। এখন থেকে ওই সিস্টেম দিয়ে নির্ধারিত চার্জ দিয়ে অনলাইনেই আয়কর পরিশোধ করতে পারবেন করদাতারা।

ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য এনবিআরে একটি কল সেন্টার স্থাপন করেছে। অফিস চলাকালীন যে কোনো সময়ে কল সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে করদাতারা তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন।

এছাড়া www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন হতে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যা ইমেইলের মাধ্যমে জানাতে পারছেন, যা দ্রুততম সময়ে নিষ্পত্তি করা হচ্ছে। ২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ইতোমধ্যে ২ লাখ ৫০ হাজার অতিক্রম করেছে।

শেয়ার করুন:-
শেয়ার