ক্যাটাগরি: পুঁজিবাজার

আর্থিক প্রতিবেদন যে কারণে প্রকাশ করছে না ইয়াকিন পলিমার

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারছে না পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেড। কোম্পানিটি জানিয়েছে, আদালতের অনুমতি না পাওয়ায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ স্থগিত হয়ে আছে।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ইয়াকিন পলিমারের ২০২২ ও ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভা বা এজিএম স্থগিত করেছে আদালত। ফলে স্থগিত এজিএম করতে না পারায় আর্থিক প্রতিবেদন অনুমোদনও আটকে রয়েছে। তবে আদালত অনুমোদন পাওয়া মাত্রই স্থগিত সব আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে কোম্পানিটি।

এর আগে ইয়াকিন পলিমারের উদ্যোক্তাদের ২ কোটির বেশি শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। কোম্পানিটির আগের উদ্যোক্তা ও পরিচালকদের ২ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৭৪৫টি শেয়ার কাপাইতা প্যাকিজং সলিউশন, চাকলাদার রেজওয়ানুল ইসলাম, হারুনুর রশিদ এবং দিদারুল ইসলামকে উপহার হিসেবে হস্তান্তর করা হয়।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার