বেরোবির প্রশাসনকে শিক্ষার্থীদের চিঠি

বেরোবির প্রশাসনকে শিক্ষার্থীদের চিঠি
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নিতে প্রশাসনের আশ্বাসের সর্বশেষ অবস্থা জানতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনকে চিঠি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার (৩০ নভেম্বর) দুপুরে উপাচার্য দপ্তর এবং প্রক্টর অফিসে এ চিঠি দেন তারা।

চিঠিতে তারা বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালনকালে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয় মুখপাত্র তাবিউর রহমান প্রধানসহ সহকারী দুজন প্রক্টর এসে আশ্বাস দিলে আমরা আমাদের কর্মসূচী তুলে নেই। পরে সেদিনই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা নেওয়ার অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) চিঠি দেয়। এরই প্রেক্ষিতে আমরা সর্বশেষ পরিস্থিতি জানতে চাই।’

এর আগে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে বলেন, ‘গতকাল ইউজিসিতে ফোন দিয়েছিলাম। তারা আমাদের চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছে। এখন তারা (ইউজিসি) এর জবাব দিলেই আমরা ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর দুুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটকের সামনে পার্কের মোড়ে পরীক্ষা নেয়ার দাবিতে ঢাকা-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ শুরু করেন একদল শিক্ষার্থী। পরে প্রশাসনের আশ্বাসে এ অবরোধ তুলে নেন তারা।

অর্থসংবাদ/এ এইচ আর. ১৪:৫০/১১.৩০.২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি