ক্যাটাগরি: অর্থনীতি

অনলাইনে রিটার্ন দাখিলে ভ্যাটদাতাদের সহায়তা

ভ্যাট বা মূসক সেবামুখী ও জনবান্ধব করতে অনলাইনে জমা দেওয়ায় উৎসাহিত করছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। ভ্যাটদাতাদের ঝামেলামুক্ত রাখতে অনলাইনে দাখিল করতেও সহায়তা করছে সংস্থাটি।

বুধবার (১৩ নভেম্বর) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর অনলাইনে রির্টান দাখিলে উৎসাহিত করে জানায়, কাগুজে ভ্যাট রিটার্ন দাখিল করলে রিটার্নের তথ্য ভ্যাট অনলাইন সিস্টেমে কিংবা ভ্যাটদাতাদের সংরক্ষণে নাও থাকতে পারে। যা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে। ফলে ঝামেলামুক্ত থাকতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে। বর্তমানে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করা অত্যন্ত সহজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দপ্তর এবং সার্কেল অফিসে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে ভ্যাটদাতাদের সহায়তা প্রদান করা হচ্ছে। ভ্যাটদাতাগণ সংশ্লিষ্ট ভ্যাট অফিস থেকে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারেন।

আধুনিক, অটোমেটেড ভ্যাট ব্যবস্থা নির্মাণে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের আহ্বান জানায় এনবিআর।

এদিকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল সহজ করতে সম্প্রতি ভ্যাট জমা দেওয়ার পর কোনো হার্ডকপি কর অফিসে দাখিল করতে হবে না বলে জানিয়েছে এনবিআর। সংস্থাটি জানায়, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট অফিসার কর্তৃক হার্ডকপি চাওয়া হয় যা আইনসঙ্গত নয়। তাই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করলে হার্ডকপির প্রয়োজন নেই।

ভ্যাট আইন অনুযায়ী, ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে রিটার্ন দিতে হয়। অন্যথায় জরিমানা ও সুদ আরোপ করা হবে। এছাড়া ভ্যাট নিবন্ধন নেওয়া প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের বেচাকেনার ওপর ভিত্তি করে ভ্যাট রিটার্ন দিতে হয়।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার