সেনাবাহিনীর আশ্বাসে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে পোশাক শ্রমিকেরা। তারাটেক্স ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশক কারখানার শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা পর সড়ক থেকে সরে গেছেন। আজ সকাল পৌনে ৯টার দিকে বকেয়া বেতনের দাবিতে সড়কে নেমে আসেন তারা।
জানা যায়, সকালে তারাটেক্স ফ্যাশন লিমিটেডের বিক্ষুব্ধ কয়েক হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর টঙ্গীর আউচপাড়ায় এশিয়া পাম্প এলাকায় অবস্থান নিলে মহাসড়কটির উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে শ্রমিকরা সাড়ে ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করে মহাসড়কের পাশে অবস্থান নেন।
ফলে সকাল সাড়ে ১০টার পর থেকে মহাসড়কে ফের যান চলাচল শুরু হয়েছে।
শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করছেন। কারখানা মালিকপক্ষ গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের শ্রমিকদের পাওনা বেতন এখনো পরিশোধ করেনি।
কয়েকদিন আগে শ্রমিকদের প্রতিনিধি ও কারখানার কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে সেপ্টেম্বর মাসের বেতন গত মঙ্গলবার পরিশোধ করার কথা বলা হলেও, কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এ কারণে আজ বুধবার সকালে কারখানাটির শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেওয়ার আগেই বেতন পরিশোধের দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে। কিন্তু কর্তৃপক্ষ বেতন পরিশোধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানানোয় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ‘কয়েক দফা আলোচনার পরেও কারখানা মালিক আমাদের বেতন পরিশোধ করেনি। তাই আমরা বাধ্য হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছি। আমাদের বেতন পরিশোধের ঘোষণা আসলে আমরা সড়ক থেকে সরে যাবো।’
এমআই