১৯০ কোটি ডলার বাড়তি ব্যয় হবে টোকিও অলিম্পিকে

১৯০ কোটি ডলার বাড়তি ব্যয় হবে টোকিও অলিম্পিকে
করোনার কারণে টোকিও অলিম্পিকের ব্যয় ১৯০ কোটি ডলার বা ২০ হাজার কোটি ইয়েন বাড়তে পারে। এমনটাই প্রাক্কলন করছে অলিম্পিক আয়োজন কমিটি। সূত্র মারফত এ তথ্য নিশ্চিত করেছে জাপানি সংবাদমাধ্যম ইওমিয়ুরি শিম্বুন।

জানা গেছে, শুরুতে ১ হাজার ৩০০ কোটি ডলারের বাজেট ছিল অলিম্পিক কমিটির। চলতি বছরের জুলাই-আগস্টের গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারা অলিম্পিক ২০২১ সালে পিছিয়ে নেয়ায় ব্যয় বাড়ছে ১৫ শতাংশ। এতে নতুন করে ভেনু বুক করা এবং কর্মরত কর্মীদের বর্ধিত সময়ের জন্য বেতনাদি দেয়া, পরিবহন ব্যয়সহ বিভিন্ন ব্যয় বাড়ছে। এছাড়া অনেক টিকিট রিফান্ড দিতে যে ব্যয় হবে, তাও এর মধ্যে যুক্ত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অলিম্পিক কর্মকর্তার বরাত দিয়ে গতকাল ইওমিয়ুরি শিম্বুন জানায়, এই বিশাল বাড়তি ব্যয় কীভাবে নির্বাহ করা হবে এবং কীভাবে বণ্টন করে দেয়া যায়, তা নির্ধারণ করতে আগামী মাসে জাপান সরকার, টোকিও নগর প্রশাসন ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসবে আয়োজক কমিটি।

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া