ক্যাটাগরি: পুঁজিবাজার

প্রিমিয়ার সিমেন্টের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ২৯২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (১০ নভেম্বর) প্রিমিয়ার সিমেন্টের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী আঁশের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ৬৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন।

রোববার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, একটিভ ফাইন, ফু-ওয়াং ফুড, মেঘনা ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা এবং সিলভা ফার্মা।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার