ক্যাটাগরি: পুঁজিবাজার

দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ৬৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (১০ নভেম্বর) খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৩ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৬০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শাহজিবাজার পাওয়ারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৩৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার।

রোববার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, প্রগতি লাইফ, ইভিন্স টেক্সটাইল, বিএসসি, জেএমআই সিরিঞ্জ, তসরিফা এবং ইউনাইটেড ফাইন্যান্স।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার