ক্যাটাগরি: পুঁজিবাজার

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমলো ৫০ পয়েন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক কমেছে ৫০ পয়েন্ট। আগের কার্যদিবসেও প্রধান সূচক ৩০ পয়েন্ট কমেছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১০ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫০ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৬৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১১৭৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১৯৫৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৫৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৪১ কোটি ৫৫ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৩টি কোম্পানির, বিপরীতে ২৯২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার