দেশের পুঁজিবাজারে চলমান অস্থিতিশীল অবস্থার জন্য দায়ী সুশাসন। বাজারে সুশাসন ফেরাতে অংশীজনরা নিয়মিতই জোর দিয়ে যাচ্ছেন। তবে নানান সংস্কারের আলোচনা আসলেও পুঁজিবাজারে ফিরছে না সুশাসন। বাজারে সুশাসন ফেরাতে কোন বিষয় বেশি প্রয়োজন- তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জরিপ আয়োজন করে অনলাইন বিজনেস পোর্টাল অর্থসংবাদ।
জরিপে জানতে চাওয়া হয়, পুঁজিবাজারে সুশাসনের জন্য কোন বিষয় জরুরি বলে আপনি (বিনিয়োগকারী) মনে করেন? তাতে তিনটি অপশনও জুড়ে দেওয়া হয়। অপশনগুলো হলো- বাই ব্যাক আইন চালু করা, আন-অডিটেট রিপোর্ট বন্ধ করা এবং পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণ করা।
অর্থসংবাদ পরিচালিত এ জরিপে মোট ৬৭০ জন বিনিয়োগকারী (পাঠক) অংশগ্রহণ করেন। এতে বাই ব্যাক আইন চালু করার পক্ষে ভোট পড়ে ৪০৬টি। যা মোট ভোটের ৬০ শতাংশ। এছাড়া পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণে ১৮২ ভোট এবং আন-অডিটেট রিপোর্ট বন্ধে ৮২টি ভোট প্রদান করে বিনিয়োগকারীরা।
এমআই