সাফ চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। গত আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও ধারাবাহিকতা বজায় রেখেছে নারীরা। তাতে পরপর দুই আসরে শিরোপা জয়ের স্বাদ পেল তারা। নারীদের এমন নৈপুণ্যে ক্রীড়াঙ্গনে আমেজ বিরাজ করছে। বিভিন্ন সংগঠন-সংস্থা ঘোষণা দিয়েছে বড় অঙ্কের পুরস্কার। এবার সাফজয়ী মেয়েদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ শনিবার বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু। সেখানেই সাবিনা-মারিয়া-তহুরাদের দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাটি দেন তিনি।
এর আগে সাফ শিরোপা জেতায় চ্যাম্পিয়ন মেয়েদের ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও এসেছিল পুরস্কারের ঘোষণা। বিসিবি নারীদের এমন সাফল্যে ২০ লাখ টাকা পুরস্কার দেবে। তবে বাকিদের ঘোষণা শেষেও অপেক্ষা ছিল বাফুফে থেকে কেমন পুরস্কারের ঘোষণা আসে, সেটি দেখার। অবশেষে সভাপতি তাবিথ আউয়ালের নতুন কমিটি মেয়েদের এই পুরস্কার ঘোষণা করলো।
২০১০ সালে বাংলাদেশেই প্রথম সাফ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিলো। সার্কভুক্ত দেশগুলো নিয়েই হয় এ আয়োজন। দুই বছর পরপর আয়োজিত এ আসরে টানা দুইবার শিরোপা জিতেছে বাংলার নারীরা। তবে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে ভারত। সাত আসরের ৫টাই ভারতীয় প্রমীলা দলের দখলে। বাকি দুটো শিরোপা বাংলার নারীদের নামে লিপিবদ্ধ। তবে সাত আসরের মধ্যে ছয়বারই রানার্স আপ হয়েছে নেপাল। বাকি একবার আবার বাংলাদেশ।
এমআই