ঢাবিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবেদনের সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আগামী ১৬ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে আবেদনের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ সাপেক্ষে আগামী ১৬ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। ভর্তি ইচ্ছুকদের সমমান নিবন্ধন আবেদনের নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন।

ভর্তির আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার আবেদন ফি ১ হাজার ৫০ টাকা। তবে আইবিএর ফি দেড় হাজার টাকা। আবেদনের জন্য এই লিংকে প্রবেশ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের জন্য এই লিংকে ঢুকতে হবে শিক্ষার্থীদের। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার