ক্যাটাগরি: পুঁজিবাজার

প্রাইম ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সমাপ্ত সপ্তাহে (৩ নভেম্বর-৭ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১১১টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৬০ পয়সা বা ১০ দশমিক ৫৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৫ টাকা ১০ পয়সা।

দরপতনের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা ফার্মা এইডের শেয়ারদর কমেছে ৮ দশমিক ৫৮ শতাংশ। আর শেয়ারের দাম ৮ দশমিক ৫১ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে শ্যামপুর সুগার লিমিটেড।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো- পূরবী জেনারেল, ফারইস্ট ফাইন্যান্স, রেনউইক যজ্ঞেশর, খান ব্রাদার্স, কুইনসাউথ, জিল বাংলা এবং ইন্টারন্যাশনাল লিজিং।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার