বরাবরের মতো এবারও একুশে বইমেলা ২০২৪-এ বিকাশ পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ বিক্রেতা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করলো বিকাশ। তিন ক্যাটাগরিতে এই ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্টের মাধ্যমে সেরা/সর্বোচ্চ বই বিক্রেতা পাঁচ প্রকাশনীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
গত সাত বছর ধরে বাংলা একাডেমির অমর একুশে বইমেলা আয়োজনের মূল পৃষ্ঠপোষক হিসেবে সম্পৃক্ত আছে বিকাশ। পাশাপাশি পাঠক-দর্শনার্থীকে আরও বেশি বই কিনতে উৎসাহিত করতে মেলার সময় আকর্ষণীয় ক্যাশব্যাক-ডিসকাউন্টও দিয়ে আসছে বিকাশ।
এবারের অমর একুশে বইমেলায় ১ম ক্যাটাগরিতে বিকাশের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট গ্রহণ করে ‘ঢাকা-ব্যাংকক-ঢাকা’ এয়ার টিকেট জিতে নেয় প্রথমা প্রকাশনী। দ্বিতীয় ক্যাটাগরিতে ‘ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা’ এয়ার টিকেট জিতে নেয় বাতিঘর প্রকাশনী। আর তৃতীয় ক্যাটাগরিতে ‘ঢাকা-কক্সবাজার-ঢাকা’ এয়ার টিকেট জিতে নেয় ক্যারিয়ার, ছায়ানীড় ও দ্য পপ-আপ ফ্যাক্টরি প্রকাশনী।
৫ দিনব্যাপী সঞ্জিবনী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা৫ দিনব্যাপী সঞ্জিবনী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রকাশকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিকাশের মার্চেন্ট ডেভেলপমেন্টের এসভিপি আকবর কবীর মো. নিয়ামুল খোদা, মার্চেন্ট পেমেন্টের ভিপি এস এম খালেদ বিন হালিম, মিডিয়া এন্ড অপারেশন্স ম্যানেজার সুলতান মাহমুদ সোহেলসহ বিজয়ী প্রকাশনী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশজুড়ে বড় ব্র্যান্ডশপ, অনলাইন মার্কেটপ্লেসসহ গলির ফার্মেসি, মুদি দোকান, লাইব্রেরি, লাইফস্টাইল পণ্যের ছোট-বড় সব দোকানে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ক্যাশবিহীন বিকাশের মার্চেন্ট পেমেন্ট। বর্তমানে ১০ লাখেরও বেশি মার্চেন্ট রয়েছে বিকাশের।
এমআই