ক্যাটাগরি: অর্থনীতি

জাপান-বাংলাদেশ চেম্বারের সভাপতি তারেক রাফি, সাধারণ সম্পাদক মারিয়া

জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিউভিশন সলিউশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তারেক রাফি ভূঁইয়া (জুন)। এছাড়া প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মারিয়া হাওলাদার।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাপান-বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান একেএম কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৭ অক্টোবর এবং ৬ নভেম্বর অনুষ্ঠিত ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে সংগঠনটি ১৬ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ নির্বাচন করেছে। নির্বাচনে ৭১টি জাপানি কোম্পানি সদস্যসহ মোট ৩১৩ সদস্যের মধ্যে ভোটিং প্রক্রিয়ায় ৬১.৯৮ শতাংশ সদস্য অংশগ্রহণ করেন।

এর আগে রাফি তিন মেয়াদে (২০১৬-২০২২) চেম্বারের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে ২০২২-২০২৪ এবং ২০২৪-২০২৬ মেয়াদে সদস্য ছিলেন মারিয়া।

এতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এমইউএফজি ব্যাংক ঢাকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ কেনজি কিমুরা।

এছাড়া, হিরোকি ওউরা জাপান-বাংলাদেশ চেম্বার-এর সহ-সভাপতি-২ নির্বাচিত হয়েছেন। তিনি ইটোচু কর্পোরেশন, ঢাকা লিয়াজোঁ অফিসের মহাব্যবস্থাপক। ইউজি আন্দো জাপান-বাংলাদেশ চেম্বারের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। আর মো. জাহাঙ্গীর আলম সরকার জাপান-বাংলাদেশ চেম্বার-এর যুগ্ম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তিনি ওআই লজিস্টিকস (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।

শেয়ার করুন:-
শেয়ার