সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ২৫৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ নভেম্বর) মনোস্পুল পেপারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৫১ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৫০ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৯৫০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গ্লোবাল হেভি ক্যামিকেল।
এদিন দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রহিমা ফুড, পেপার প্রসেসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, মতিন স্পিনিং, মিডল্যান্ড ব্যাংক এবং এস্কয়ার নিট।
এসএম