পুঁজিবাজার
লভ্যাংশ আয়ে উৎসে কর কর্তন নিয়ে বিএসইসির নির্দেশনা
লভ্যাংশ বিতরণ ও ‘উৎসে কর কর্তন সার্টিফিকেট’ ইস্যুকরণ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিনিয়োগকারীদের তাৎক্ষনিক অবগতকরণের মাধ্যমে প্রয়োজনীয় কমপ্লায়েন্স নিশ্চিতকরণে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশের উভয় স্টক এক্সচেঞ্জকে এ নির্দেশনা দিয়েছে বিএসইসি।
সোমবার (৪ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ১৪ জানুয়ারি ইস্যুকৃত ডিরেকটিভ নং বিএসইসি/সিএমআরআপসিডি/২০২১-৩৮৬/০৩ এর (৩)(ভিআই) নং শর্তের যথাযথ পরিপালন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। উক্ত চিঠির মাধ্যমে মূলত তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নগদ লভ্যাংশ বিতরণ এবং বিতরণকৃত লভ্যাংশের উপর কর্তনকৃত উৎসে করের বিষয়ে ‘উৎসে কর কর্তন সার্টিফিকেট’ ইস্যুকরণের সাথে সাথে বিনিয়োগকারীকে এসএমএস বা ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে অবগতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইসাথে উক্ত চিঠির মাধ্যমে এতদ্সংশ্লিষ্ট কমপ্লায়েন্স নিশ্চিতকরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সরাসরি নির্দেশনা দিয়েছে যাতে এ সংক্রান্ত প্রয়োজনীয় কমপ্লায়েন্স এর সম্পূর্ণ পরিপালন নিশ্চিত হয়।
চিঠিতে বলা হয়, দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থে এবং তাদের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বিএসইসি কাজ করছে। বিনিয়োগকারীরা যেন নগদ লভ্যাংশ বিতরণ এবং ‘উৎসে কর কর্তন সার্টিফিকেট’ ইস্যুকরণসহ তাদের বিও অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ের তথ্য তাৎক্ষনিক পেতে পারেন এবং অবগত থাকেন সেই বিষয়টি নিশ্চিতে বিএসইসি এক্সচেঞ্জ এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নিয়ে কাজ করছে। একইসাথে এই উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগের কর সংক্রান্ত তথ্য দ্রুত এবং সহজে পাবেন যা আয়কর রিটার্ন দাখিল ও তাতে বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রদানকে সহজতর করবে।
অর্থসংবাদ/কাফি/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মামুন এগ্রোর ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্ত মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ। মামুন এগ্রোর দীর্ঘমেয়াদে‘বিবিবি২’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২২ থেকে ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও গত ৩১ অক্টোবর,২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
কনফিডেন্স সিমেন্টের ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির ক্যাটাগরির উন্নতি হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
আগামী রোববার (৮ ডিসেম্বর) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটি কোনো ঋণ সুবিধা পাবেনা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
কনফিডেন্স সিমেন্টের লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ২২ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭২ লাখ ৭৬ হাজার ৯১৮ টি শেয়ার ৬০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যারিকো লিমিটেডের ৪ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ও তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ৫৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
নিউলাইন ক্লোথিংসের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে ৩০৮ টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেডে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৯০ পয়সা বা ৮ দশমিক ৮৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৯০ শতাংশ। আর ২০ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৫ দশমিক ৬৩ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৫৫ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৫ দশমিক ৫৫ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৫৫ ফার্স্ট ফাইন্যান্সের ৫ দশমিক ৪০ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৪০ শতাং এবং এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান’র ইউনিট দর ৫ দশমিক ৪০ শতাংশ কমেছে।
কাফি