পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কুয়েত সিটিতে দুই দিনব্যাপী সোম ও মঙ্গলবার অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের সন্ত্রাসবিরোধী সম্মেলনে যোগ দিতে কুয়েতে পৌঁছেছেন। রোববার (০৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া জানান, কাউন্টার টেরোরিজম বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সকালে কুয়েতের উদ্দেশে রওয়ানা হন।
সোম ও মঙ্গলবার এ দুই দিনব্যাপী কুয়েত, তাজিকিস্তান এবং জাতিসংঘের সন্ত্রাস দমন অফিস (ইউএনওসিটি) যৌথভাবে “আন্তর্জাতিক কাউন্টার-টেরোরিজম সহযোগিতা শক্তিশালীকরণ এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা – দুশানবে প্রক্রিয়ার কুয়েত ফেজ” শীর্ষক সম্মেলনের আয়োজন করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, এ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ করে সন্ত্রাস দমন ও সীমান্ত নিরাপত্তা উদ্যোগের ওপর জোর দেবেন।
আগামী ৬ নভেম্বর পররাষ্ট্র উপদেষ্টার ঢাকায় ফেরার কথা রয়েছে বলেও জানান তিনি।
জাতিসংঘের মতে, এ ইভেন্টটি মধ্য এশিয়ার বাইরে পরিধি বিস্তৃত করতে, বিশ্বব্যাপী সন্ত্রাস-বিরোধী সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে।
এ ইভেন্টে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা, একাডেমিয়া এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আরব স্টেটস, মধ্য এশিয়া, আফ্রিকা এবং আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞদের আহ্বায়ক করবেন, এবং বেসরকারি খাত, যুব, নারী এবং মানবাধিকার কর্মীরাও অংশগ্রহণ করবেন।
আলোচনাগুলো সন্ত্রাসী আন্দোলন প্রতিরোধ, সহযোগিতা বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা জোরদার করার জন্য অংশীদারিত্ব গড়ে তোলার উপর কেন্দ্রীভূত হবে।
সম্মেলনটি মঙ্গলবার (৫ নভেম্বর) “কুয়েত ঘোষণাপত্র” গ্রহণের মাধ্যমে সমাপ্ত হবে। যা সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতার জন্য সম্মত ফলাফল এবং ভবিষ্যতের দিকনির্দেশনা প্রতিফলিত করে।
এমআই