ক্যাটাগরি: জাতীয়

চীনের পর এবার জাপান ভিসা সেন্টার চালু

রাজধানী ঢাকায় জাপান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (ভ্যাক) কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল। রবিবার (৩ নভেম্বর) থেকে এ কার্যক্রম শুরু হয়। এর আগে চলতি বছর ঢাকায় আলাদা ভিসা সেন্টার চালু করেছে চীন।

জানা যায়, আবেদনকারীদের ‘কার্যকর ও সুবিন্যস্ত’ আবেদন জমা দেওয়ার ব্যবস্থা করে দিতে এই কেন্দ্র চালু করা হয়েছে।

ভিএফএস গ্লোবাল এক বিবৃতিতে জানায়, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের জাপান ভিসা সেবা এখন বাংলাদেশেও পাওয়া যাবে। আবেদনকারীরা ঢাকায় অবস্থিত আমাদের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে তাদের যাত্রা নির্বিঘ্নে শুরু করতে পারবেন।

এর আগে ১৮ এপ্রিল রাজধানীর বনানীর প্রাসাদ সেন্টারে ভিসা সেন্টার চালু করে চীন। চীনের ভিসা আরো সহজীকরণের উদ্যোগ নিতে এ কার্যক্রম চালু করা হয়। চীনের পর এবার জাপানও ভিসা সেন্টার চালু করলো।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার