ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণসহ ৭ দাবিতে অবস্থান কর্মসূচি

ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণসহ ৭ দাবিতে অবস্থান কর্মসূচি
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণসহ ৭ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। । এ দাবিতে টানা অবস্থান ধর্মঘট পালন করছেন তারা। এ সময় শিক্ষকদের বেতন-ভাতা প্রদানেরও দাবি জানিয়েছেন অবস্থানরত শিক্ষকেরা।

বাংলাদেশ স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচিতে গত কয়েক সপ্তাহ ধরে কর্মসূচি পালন করে আসছেন দেশের বিভিন্ন প্রান্তর থেকে আসা শিক্ষকেরা। এর ধারাবাহিকতায় আজ রবিবারও (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করছেন তারা।

তাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে- প্রাথমিকের মতো সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মহাসমাবেশের মাধ্যমে জাতীয়করণের ঘোষণা, কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাস একজনের অন্তর্ভুক্তকরণ, প্রাথমিকের মরতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, মাদ্রাসার শিক্ষকদেরকে পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থাকরণ, ইবতেদায়ী মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থাকরণ।

দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এ সময় বক্তরা বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ছাড়া আন্দোলন চলবে। প্রয়োজনে রাজপথ অবরোধ কর্মসূচী পালন করবো।

কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়েজুর রহমান, সহ-সভাপতি এবিএম আব্দুল কুদ্দুস, দফতর সম্পাদক ইনতাজ বিন হাকিমসহ কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির মাদ্রাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এ এইচ আর. ১২:৫২/১১.২৯.২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি