ক্যাটাগরি: পুঁজিবাজার

ইউনাইটেড ফাইন্যান্সের পর্ষদে আসছে পরিবর্তন, বিক্রি হবে শেয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের সাড়ে ৬ কোটির বেশি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে কোম্পানিটির তিন উদ্যোক্তা ও ১০ পরিচালক। শেয়ার বিক্রির পাশাপাশি কোম্পানিটির পরিচালনা পর্ষদেও পরিবর্তন আসবে। আলোচ্য শেয়ারের ক্রেতারা নিয়ন্ত্রক সংস্থার অনুমতিসাপেক্ষে পরবর্তীতে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালক হবেন।

ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, কোম্পানিটির বোর্ড সভায় বর্তমান পর্ষদের ৩ উদ্যোক্তা ও ১০ পাবলিক শেয়ারহোল্ডারের হাতে থাকা ৬ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৮৭৭টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়েছে। গতকাল কোম্পানিটির ২২৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। পৃথকভাবে এসব শেয়ার বিক্রির জন্য গতকাল ক্রেতাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে কোম্পানিটি ও বিক্রেতারা।

ইউনাইটেড ফাইন্যান্স জানায়, বাংলাদেশের আইন মেনে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সাপেক্ষে শেয়ারহোল্ডারদের সব শেয়ার বিক্রির চুক্তি হয়েছে। এছাড়া লেনদেন সম্পন্ন করার পর আলোচ্য শেয়ারের নতুন ক্রেতারা নিয়ন্ত্রক সংস্থার অনুমতিসাপেক্ষে পরবর্তীতে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালক হবেন।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার