ক্যাটাগরি: পুঁজিবাজার

ডেল্টা লাইফের তিন প্রান্তিক একত্রে প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের বৃহৎ কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্স একসঙ্গে বছরের তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় এসব তথ্য পাওয়া গেছে।

প্রথম প্রান্তিক: গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) ডেল্টা লাইফের নিট প্রিমিয়াম আয় হয়েছে ১৯১ কোটি ৮৬ লাখ টাকা। আগের বছরের, অর্থাৎ ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছিল ১৯৭ কোটি ৪২ লাখ টাকা। তাতে প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় কমেছে।

গত ৩১ মার্চ সমাপ্ত প্রান্তিকে ডেল্টা লাইফের লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিল ছিল ৩ হাজার ৯৪৩ কোটি টাকা। গত বছরের, অর্থাৎ ২০২৩ সালের ৩১ মার্চ যা ছিল ৩ হাজার ৯৪৫ কোটি টাকা।

চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে ডেল্টা লাইফের মোট ব্যয় হয়েছে ২১২ কোটি ৮৬ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২২৩ কোটি ৬৭ লাখ টাকা।

দ্বিতীয় প্রান্তিক: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) ডেল্টা লাইফের নিট প্রিমিয়াম আয় হয়েছে ২০৯ কোটি ০২ লাখ টাকা। আগের বছরের, অর্থাৎ ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছিল ১৮৬ কোটি ০৩ লাখ টাকা। তাতে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় কমেছে।

গত ৩০ জুন সমাপ্ত প্রান্তিকে ডেল্টা লাইফের লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিল ছিল ৩ হাজার ৯৮৪ কোটি টাকা। গত বছরের, অর্থাৎ ২০২৩ সালের ৩০ জুন যা ছিল ৩ হাজার ৯৪৭ কোটি টাকা।

চলতি অর্থবছরের এপ্রিল-জুন সময়ে ডেল্টা লাইফের মোট ব্যয় হয়েছে ২৫৮ কোটি ৬০ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২৬০ কোটি ৪৪ লাখ টাকা।

তৃতীয় প্রান্তিক: গত ৩০ সেপ্টম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই ‘২৪-সেপ্টেম্বর’২৪ ) ডেল্টা লাইফের নিট প্রিমিয়াম ২০৯ কোটি ৪৩ লাখ টাকা। আগের বছরের, অর্থাৎ ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছিল ২১১ কোটি ৭৫ লাখ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকে ডেল্টা লাইফের লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিল ছিল ৩ হাজার ৯০৫ কোটি টাকা। গত বছরের, অর্থাৎ ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর যা ছিল ৩ হাজার ৯৬২ কোটি টাকা।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ডেল্টা লাইফের মোট ব্যয় হয়েছে ৩৪৮ কোটি ৮১ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২৫৬ কোটি ৪০ লাখ টাকা।

গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় ডেল্টা লাইফের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ৩১ মার্চ ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক; ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক ও ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার