ক্যাটাগরি: পুঁজিবাজার

লভ্যাংশ ঘোষণার খবরে বিএসসির দরবৃদ্ধি ১৩ টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ২১২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএসসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৩ টাকা বা ১৯ দশমিক ২০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইসিবি অগ্রণী ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৯৬ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জেনেক্স ইনফোসিস।

বৃহস্পতিবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট ফান্ড, গ্লোবাল হেভি কেমিক্যাল এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার