ক্যাটাগরি: পুঁজিবাজার

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএসসির ২৭ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইবনে সিনার আজ ২৪ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ৯৬ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে একমি ল্যাবরেটরিজ।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস, ইসলামী ব্যাংক, রবি আজিয়াটা, ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফারইস্ট নিটিং এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার