ভুট্টা আমদানিতে রেকর্ড করবে চীন

ভুট্টা আমদানিতে রেকর্ড করবে চীন
বিশ্বের দ্বিতীয় শীর্ষ ভুট্টা উৎপাদনকারী দেশ চীন। তবে অভ্যন্তরীণ চাহিদা বেশি থাকার জের ধরে প্রতি বছর চীন উল্লেখযোগ্য পরিমাণ ভুট্টা আমদানি করে। কৃষিপণ্যটির আমদানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় দেশটির অবস্থান অষ্টম। গত বছর চীনা আমদানিকারকরা ৭০ লাখ টন ভুট্টা আমদানি করেছিলেন। এ বছর দেশটিতে কৃষিপণ্যটির আমদানি অপরিবর্তিত থাকতে পারে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।

ইউএসডিএ ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২০১৬ সালে চীনে ভুট্টা আমদানিতে মন্দা ভাব দেখা গিয়েছিল। ওই বছর চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ২৪ লাখ ৬৪ হাজার টন ভুট্টা আমদানি করেন, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ৩৭ শতাংশ কম। দেশটিতে এরপর আর কৃষিপণ্যটির আমদানি কমেনি। ২০১৭ ও ২০১৮ সালে দেশটিতে যথাক্রমে ৩৪ লাখ ৫৬ হাজার ও ৪৪ লাখ ৮৩ হাজার টন ভুট্টা আমদানি হয়েছে। ২০১৭ সালে দেশটিতে কৃষিপণ্যটির আমদানি বেড়েছে ৪০ দশমিক ২৬ শতাংশ। ২০১৮ সালে বেড়েছে ২৯ দশমিক ৭২ শতাংশ।

২০১৯ সালে চীনের ইতিহাসে সবচেয়ে বেশি ভুট্টা আমদানি হয়েছে। ইউএসডিএর তথ্য অনুযায়ী, গত বছর চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ৭০ লাখ টন ভুট্টা আমদানি করেন, যা আগের বছরের তুলনায় ৫৬ দশমিক ১৫ শতাংশ বেশি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে চীনে ভুট্টা আমদানি বেড়েছে ২৫ লাখ ১৭ হাজার টন।

করোনা মহামারীর কারণে বছরের শুরুর দিকে টানা লকডাউন চলায় চীনের আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হয়েছিল। ২০২০ সালেও চীনের বাজারে একই পরিমাণ (৭০ লাখ টন) ভুট্টা আমদানি হতে পারে। আগামী বছর নাগাদ চীনের ভুট্টা আমদানি ফের চাঙ্গা হয়ে উঠতে পারে।

অর্থসংবাদ/এসএ/২২:৪০/১১:২৯:২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি