ক্যাটাগরি: অর্থনীতি

বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ব্যবসায় উন্নয়ন বা বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হিসেবে কাজ করবেন নাহিয়ান রহমান। এর আগে তিনি দক্ষিণ কোরিয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রথম্যানসের অর্থ পরিচালক হিসেবে কাজ করেছেন।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিডা জানায়, সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদায় বিডার ব্যবসায় উন্নয়ন বা বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হিসেবে কাজ করবেন নাহিয়ান রহমান। গতকাল মঙ্গলবার তাঁকে এ পদে যোগদানের আমন্ত্রণপত্র পাঠায় বিডা।

বিডা জানায়, বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নাহিয়ান রহমানকে এই নিয়োগ দেওয়া হয়েছে। নাহিয়ান সরাসরি বিডার নির্বাহী চেয়ারম্যানের অধীনে কাজ করবেন। একই সঙ্গে বিডার উচ্চপদস্থ নেতৃত্বদানকারী দলের অংশ হিসেবে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, ব্যবসার পরিবেশ উন্নয়ন ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার বিভিন্ন কৌশল বাস্তবায়নে কাজ করবেন তিনি।

নাহিয়ান রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ও মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তনী। এ ছাড়া পেশাগত দক্ষতা অর্জনে তিনি হিসাবরক্ষণ, ফিন্যান্স ও ব্যবস্থাপনার সমন্বয়ে বিশ্ব স্বীকৃত পেশাগত ডিগ্রি সিআইএমএ ও কাস্টমার রিলেশনশিপ মার্কেটিং (সিপিএ) সার্টিফিকেশন সম্পন্ন করেছেন।

নিয়োগ প্রসঙ্গে নাহিয়ান রহমান বলেন, দেশের বিনিয়োগ উন্নয়নে বিডার গুরুত্ব অনেক। বিডার ব্যবসা উন্নয়ন নিয়ে কাজ করা একই সঙ্গে চ্যালেঞ্জ ও সম্মানের। বলেন, ব্যবসা বিকাশে সহায়ক ভূমিকা পালন করতে পারে, বিডায় এমন পরিবেশ তৈরি করতে চান তিনি।

নাহিয়ান রহমান এর আগে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে দক্ষতার ছাপ রেখেছেন।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার