পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড গত ৩১ জুলাই, ২০২৪ তারিখে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ঘোষিত অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। যা পুরোটাই নগদ লভ্যাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত সময়ের জন্য ঘোষিত অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সমাপ্ত অর্ধবার্ষিক সময়ের জন্য লিন্ডে বিডি অন্তবর্তীকালীন ৪১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৪১০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।
এমআই