ক্যাটাগরি: পুঁজিবাজার

বিএটিবিসির ১৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে বিনিয়োগকারীদের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি)। আলোচ্য সময়ের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১৫০ শতাংশ বা ১৫ টাকা নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত প্রান্তিকে রপ্তানি কমে যাওয়ায় গত বছরের একই সময়ের তুলনায় বিএটিবিসির শেয়ারপ্রতি আয় কমেছে। জানা যায়, ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিএটিবিসির নিট মুনাফা হয়েছে ৩৯৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের ৪০৫ কোটি টাকা থেকে প্রায় ২ শতাংশ কম।

এদিকে ঘোষিত অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার