ক্যাটাগরি: স্বাস্থ্য

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৬

বাংলাদেশে গত একদিনে ১৩১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের সর্বোচ্চ। এর আগে গত ২০ অক্টোবর ১২৯৮ জন রোগী ভর্তি হয়েছিলেন, সেটাই এতদিন ছিল এ বছর একদিনে ভর্তি রোগীর সর্বোচ্চ সংখ্যা।

গত একদিনে আরও ৬ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। মশাবাহিত এ রোগে এ বছর মোট ২৮৬ জনের মৃত্যু হল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৮৬ জন। তাদের মধ্যে ১৩৩ জন পুরুষ ও ১৫৩ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৪২০ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় এক হাজার ২৬০ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার