ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

বিআইসিএম রিসার্চ সেমিনার-৩৮ অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৩৮ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ‘ফ্যাক্টর্স অফ কোম্পানি’স লোয়ার প্রপেনসিটি টু আর অ্যান্ড ডি: এ কেস অফ এডিসি গ্রাজুয়েটিং কান্ট্রি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএম’র প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক ফাইমা আক্তার।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক হুসেইন আহমেদ এনামুল হুদা। রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) জনাব ফয়সাল আহমেদ খান।

আলোচ্য গবেষণা প্রবন্ধটি যৌথ ভাবে লিখেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন, বিআইসিএম’র প্রভাষক ইমরান মাহমুদ, প্রভাষক ফাইমা আক্তার ও প্রভাষক মো. আদনান আহমেদ।

এ গবেষণায় কোম্পানির গবেষণা ও উন্নয়নে (আর অ্যান্ড ডি) কম বিনিয়োগের প্রবণতাকে প্রভাবিতকারী কারণগুলি খুঁজে বের করা হয়েছে, যেখানে পরিমাণগত এবং গুণগত পদ্ধতির সমন্বয়ে বিশ্লেষণ করা হয়েছে। নির্বাহী কর্মকর্তার পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতা কোম্পানির গবেষণা ও উন্নয়নে সবচেয়ে বেশি প্রভাবিত করে। এছাড়াও কোম্পানির বয়স, পরিধি, বাজার প্রতিযোগিতা, আর্থিক সীমাবদ্ধতাসহ কম লাভের সম্ভাবনা ও প্রভাবিত করে থাকে। গবেষণার ফলাফলে প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা প্রযুক্তিগত অগ্রগতি এবং সমাজে উপকারী উন্নত পণ্য ও সেবা প্রদান করতে সহায়ক।

রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার