পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি দুই কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত কোম্পানি দুটি হলো দ্য পেনিনসুলা চিটাগং পিএলসি ও মেট্রো স্পিনিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানি দুটির শেয়ার ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করে ডিএসই। মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।
কোম্পানি দুইটি চলতি হিসাববছর এবং বিগত হিসাববছর অর্থাৎ পরপর দুই বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। এক্ষেত্রে বিএসইসির আইন অনুযায়ী দ্য পেনিনসুলা চিটাগং পিএলসি ও মেট্রো স্পিনিং লিমিটেড ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
এসএম