সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ৫৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে হামিদ ফেব্রিক্স পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২৯ অক্টোবর) হামিদ ফেব্রিক্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ১৪ দশমিক ৪২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বসুন্ধরা পেপারের শেয়ারদর আগের দিনের তুলনায় ১৩ দশমিক ৩১ শতাংশ কমেছে। আর শেয়ারদর ১২ দশমিক ৯৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মেঘনা সিমেন্ট।
মঙ্গলবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জিবিবি পাওয়ার, রেনউইক যজ্ঞেশর, ডিবিএইচ ফার্স্ট ফাইন্যান্স, সিটি ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল, আমরা টেকনোলজিস এবং শমরিতা হসপিটাল।
উল্লেখ্য, গতকাল আর্থিক প্রতিবেদন ঘোষণা করায় আজ কিছু কোম্পানির দরসীমা উন্মুক্ত ছিলো। ফলে শেয়ারদর ১০ শতাংশের বেশি কমেছে।
এমআই