ক্যাটাগরি: পুঁজিবাজার

জেনেক্স ইনফোসিসের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২৪৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (২৮ অক্টোবর) জেনেক্স ইনফোসিসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ১০ পয়সা বা ১৪ দশমিক ৯১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দুলামিয়া কটনের শেয়ারদর আগের দিনের তুলনায় ১৩ দশমিক ৮৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ১২ দশমিক ৪০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সালভো কেমিক্যাল।

সোমবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ভিএফএস থ্রেড, জাহিন স্পিনিং, কাশেম ইন্ডাস্ট্রিজ, ইসলামিক ফাইন্যান্স, মালেক স্পিনিং, ফারইস্ট ফাইন্যান্স এবং রূপালী লাইফ।

উল্লেখ্য, গতকাল আর্থিক প্রতিবেদন ঘোষণা করায় আজ কিছু কোম্পানির দরসীমা উন্মুক্ত ছিলো। ফলে শেয়ারদর ১০ শতাংশের বেশি কমেছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার