ক্যাটাগরি: পুঁজিবাজার

খুলনা পাওয়ারের দুই প্লান্টের উৎপাদন বন্ধ

বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) কার্যকর না হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের দুই প্লান্টের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক একচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

তথ্য মতে, সরকারের অনুমোদন পেয়ে গত ৯ মে উৎপাদনে ফিরে খুলনা পাওয়ারের কেপেসি ১১৫ মেগাওয়াট ও কেপিসি ৪০ মেগাওয়াট প্লান্ট। কোম্পানিটি জানায়, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে তাদের আগামী ২ বছর বিদ্যুৎ উৎপাদনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

তবে ‘গ্যারান্টিযুক্ত কোন অফ-টেক ছাড়াই নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’- পদ্ধতিতে এ উৎপাদনের অনুমোদন দেওয়া হয়। যদিও এসব প্লান্টের উৎপাদন কার্যক্রমের জন্য পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বা বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) এখনও কার্যকর করা হয়নি।

এছাড়া বিপিডিবি খুলনা পাওয়ারকে সাম্প্রতিক বিদ্যুৎ চাহিদা সর্ম্পকে অবগত করছে না। ফলে প্লান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তি বর্তমানে অনিশ্চয়তায় রয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রগুলোকে শাটডাউন বা বন্ধ করে দিয়েছে খুলনা পাওয়ার।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার