পুঁজিবাজার
টেকনো ড্রাগসের লভ্যাংশ ঘোষণা
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেকনো ড্রাগস লিমিটেড। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ০৮ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ৩৩ টাকা ৫০ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এনভয় টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির এক পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ঢাকা সটক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটির পরিচালক জাহেদুল হক ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। তিনি তার ছেলে লাফিজুল হকের কাছে উপহার হিসেবে শেয়ারগুলো হস্তান্তর করেছেন।
এর আগে, ২৯ অক্টোবর উল্লেখিত শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন এই পরিচালক।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মূলধন ঘাটতিতে জেনারেশন নেক্সটের উৎপাদন বন্ধ
শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতির অবনতি এবং কার্যকরী মূলধনের ঘাটতির কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের (জিএনএফএল) উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির একজন পরিচালক শাহীন আক্তার চৌধুরী আজ ডিএসইকে অবহিত করেছেন যে তারা শ্রম অসন্তোষ এবং কার্যকরী মূলধনের ঘাটতির কারণে কাজ বন্ধ করার বিষয়ে গত ২০ অক্টোবর তারিখে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) একটি চিঠি জমা দিয়েছেন।
এই পরিচালক আরও জানান, কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যোগাযোগের বাইরে রয়েছেন এবং দেশের বাইরেও থাকতে পারেন। কোম্পানিটি চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য পরিচালকদের অনুপস্থিতিতে অসম্পূর্ণ কোরামের কারণে পর্ষদ সভায় সিদ্ধান্ত নিতে অক্ষম। এছাড়াও স্বাক্ষরকারী কর্তৃপক্ষের অনুপস্থিতির কারণে ব্যাংকিং লেনদেন পরিচালনা করতে অক্ষম।
এসব বিষয় উল্লেখ করে সংকট পরিস্থিতি উত্তরণে কোম্পানিটির এই পরিচালক বিএসইসির কাছে পরামর্শ চেয়েছেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক জোসনা আর কাশেম ১৩ লাখ শেয়ার ক্রয় করেছেন।
এর আগে, ১৭ অক্টোবরের উল্লেখিত শেয়ার ক্রয়ের ঘোষণা দেন এই উদ্যোক্তা পরিচালক।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা সরোয়ার জামান চৌধুরী ১৩ লাখ ৭৮ হাজার ১৩২টি শেয়ার ক্রয় করেছেন।
এর আগে, ২৮ অক্টোবরের উল্লেখিত শেয়ার ক্রয়ের ঘোষণা দেন এই উদ্যোক্তা।
এসএম